পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, সংবিধানের মূলকথা বিচার বিভাগ, সংসদ ও প্রশাসন। যে দেশে বিচার বিভাগের স্বাধীনতা নেই সেই দেশে গণতন্ত্র টিকে থাকতে পারে না। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত মিঞা মোহাম্মদ সেলিমের মৃত্যুতে স্মরণ সভায় তিনি এ কথা বলেন। মঈন খান বলেন, বিচার বিভাগের দায়িত্ব বিচার বিভাগই পালন করবে। এ নিয়ে দ্ব›দ্ব করার কিছু নেই। আইন তার নিজস্ব গতিতে চলবে। দেশে গণতন্ত্র ও সুশাসন নেই দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, কোনো দেশে সুশাসন ও মানবাধিকার না থাকলে সেই দেশের কোনো ভিত্তি থাকে না এবং উন্নয়নও জনগণের দোড়গোড়ায় পৌঁছায় না। নেতাকর্মীদের প্রতি আহŸান জানিয়ে তিনি বলেন, আসুন দেশনেত্রী খালেদা জিয়ার ডাকে সারা দিয়ে আরেকবার ঐক্যবদ্ধ হয়ে দেশের হারানো গণতন্ত্র পুনরায় ফিরিয়ে আনি। যেমন ফিরিয়ে এনে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি জাকির হোসেন খানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ সাধারণ সম্পাদক এ কে হান্নান, বিএনপির যুবদলের সহ সভাপতি ফজলুর রহমান মাহফুজ প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।