Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

হজযাত্রীদের সাথে প্রতারণার অভিযোগ হজ কাফেলাকে লিগ্যাল নোটিশ

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম



চট্টগ্রাম ব্যুরো : একটি শিল্প গ্রæপের ২৩৩ জন হজ যাত্রীর সাথে প্রতারণার অভিযোগ এনে শাহ আমানত হজ কাফেলাকে ২শ’ কোটি টাকার মানহানী ও ক্ষতিপূরণের লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে এস আলম গ্রæপের পক্ষে এ নোটিশ দেয়া হয়। নোটিশদাতা এডভোকেট জিয়া হাবীব আহসান জানান, ওই হজ কাফেলার মাধ্যমে এস আলমের ২৩৩ জন হজ যাত্রী সউদি আরব গেছেন। এজন্য হজ কাফেলাকে জনপ্রতি ৩ লাখ ৬০ হাজার করে দেয়া হয়। গত ৭ আগস্ট হজ যাত্রীদের পবিত্র মদিনা মনোয়ারায় পৌঁছানো হয়। কিন্তু তাদের নির্ধারিত হোটেলে না রেখে বিভিন্ন নন এসি রুমের এক একটি কক্ষে ৮-১০ জন হাজীকে ঠাসাঠাসি করে রাখা হয়। এতে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। চুক্তিভঙ্গ ও প্রতারণার অভিযোগে শাহ আমানতকে প্রদত্ত নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে হাজীদের চুক্তি মোতাবেক যাবতীয় সেবা নিশ্চিত করতে সময় বেঁধে দেয়া হয়। অন্যথায় ২শ’ কোটি টাকা সুনামক্ষুণেœর এবং ফৌজদারী ও দেওয়ানী আদালতে যুগপৎ মামলা দায়েরর হুঁশিয়ারি দেয়া হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ