Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংস্কৃতিতে নিবেদিত প্রাণ মামুনুর রশীদ মামুন

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: চন্দ্রকলা থিয়েটার এই সময়ে নাট্যাঙ্গনের তারণ্যদীপ্ত সুসংগঠিত একটি নাটকের দল। সক্রিয় নাট্য চর্চার পাশাপাশি গত এক যুগ ধরে দেশের সকল সাংস্কৃতিক আন্দোলনে দলটির ভ‚মিকা প্রশংসনীয়। দলটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ মামুন। চন্দ্রকলা থিয়েটারের প্রত্যেকটি কার্যক্রমে স্বক্রিয় অংশগ্রহণ করে থাকেন তিনি। চন্দ্রকলা নিয়ে তার স্বপ্নের শেষ নেই। চন্দ্রকলা থিয়েটারের প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যবদি কঠোর পরিশ্রম করেছেন তিনি। চন্দ্রকলার অর্থনৈতিক সহায়তা থেকে শুরু করে মহড়াকক্ষ ব্যবস্থাপনায় তার অসাধারণ ভূমিকা সবসময় রয়েছে। দেশ-বিদেশে চন্দ্রকলা থিয়েটারের নাটক মঞ্চায়নে সকল বিষয়ে তার আন্তরিক সহযোগিতা থাকে। মামুনুর রশীদ পারিবারিকভাবে সাংস্কৃতিক আবহে বড় হয়েছেন। এক প্রশ্নের জবাবে নাট্যকার, নির্দেশক ও দলপ্রধান এইচ আর অনিক বলেন, মামুন ভাইয়ের সাথে সংস্কতি চর্চা করতে পেরে গর্ববোধ করছি। দলের প্রতি তার যেমন অগাদ ভালোবাসা রয়েছে, তেমনি একজন নিবেদিত প্রাণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ইতিমধ্যে তিনি চন্দ্রকলা থিয়েটারের জন্য নতুন নাটক পরম্পরা মঞ্চায়নের সিদ্ধান্ত নিয়েছেন। মামুনুর রশীদ চন্দ্রকলা থিয়েটার নিয়ে সংস্কৃতির পথে অনেক দূর যেতে চান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ