রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : মাত্র ৮দিনের ব্যবধানে সিলেটের ওসমানীনগরের ব্যবসায়িক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারে আবারও ৪টি দোকান চুরির সংবাদ পাওয়া গেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বুধবার দিবাগত রাতের কোন এক সময় গোয়ালাবাজারের দুইটি স্বর্ণের দোকান এবং দুইটি কাপড়ের দোকানের চালের টিন উঠিয়ে ভেতরে ঢুকে নগদ টাকা, রূপার অলংকার এবং কাপড়সহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। স্বর্ণের দোকান গুলোর সিন্ধুক ভাঙতে না পারায় কোন স্বর্ণালংকার নিতে পারেনি। চুরি হওয়া দোকানগুলো হচ্ছে, দিপা জুয়েলার্স, লোপা বস্ত্রবিতান,লাপা জুয়েলার্স, প্রিয়াংকা বস্ত্রবিতান। এর পূর্বে চলতি মাসের শুরুতে তিনটি দোকানে একই কায়দায় চুরি সংগঠিত হয়েছিল। বাজারে পাহারাদার থাকা সত্তে¡ও এ ধরণের চুরির ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এদিকে চুরি রোধে পাহারা তৎরপতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে স্থানীয় ইউনিয়ন প্রশাসন। রাত ১২টার মধ্যে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা এভং ১২টার পরে কাউকে বাজারে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন প্রশাসনের পক্ষ থেকে মাইকযোগে প্রচার করে জনসাধারণকে অবগত করা হয়েছে। ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এব্যাপারে ব্যবসায়ীরা কোন অভিযোগ দিতে অনাগ্রহী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।