রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা : পবিত্র কুরবানীর ঈদকে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে অস্থায়ী কোন গরুর হাটের অনুমতি না দিতে জেলা প্রশাসনের কাছে আবেদন করেছেন স্থায়ী বাজারের ইজারাদারগণ। নিজেদের লোকসানের কথা উল্লেখ করে গতকাল বৃহস্পতিবার তারা সিলেটের জেলাপ্রশাসক বরাবরে লিখিত আবেদন করেন। তারা আবেদনে উল্লেখ করেন, বিগত কয়েক বছর ধরে কুরবানির ঈদের সময় উপজেলার মহাসড়কের পাশে এবং ময়নাবাজার, নিউ মার্কেটবাজার, তাজপুরবাজার ও বুরুঙ্গাবাজারে অস্থায়ী গরুর হাট বসে আসছে। এতে স্থায়ী গরুর হাট গোয়ালাবাজার, দয়ামীর বাজার ও উমরপুর বাজারের ইজারাদররা ব্যাপক ক্ষতির সম্মুখিন হচ্ছেন। ১৪২৪ সনের জন্য গোয়ালাবাজার ১ কোটি ১১লক্ষ ২১ হাজার ৫শ’ ৫০ টাকা ও দয়ামীর বাজার ১৬ লক্ষ ৩৫ হাজার টাকা ইজারা মূল্যে নিয়েছেন উল্লেখ করে ইজারাদার সিরাজ মিয়া ও আক্তার আলী বলেন। যত্রতত্র গরুর হাটের অনুমতি দিলে তারা ব্যাপক ক্ষতির সম্মুখিন হবেন এবং ভবিষ্যতে লোকসানের চিন্তায় এসব স্থায়ী বাজার ইজারা নিতে লোকজন আগ্রহ হারাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।