Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নরসিংদীতে স্কুল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক-অভিভাবকদের মানববন্ধন

যৌন হয়রানি ও ধর্ষণের প্রতিকারের দাবি

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : নরসিংদীতে নাট্যকর্মীকে ধর্ষণ ও তার অবৈধ গর্ভপাত এবং নরসিংদী ও বগুড়াসহ সারাদেশে যৌন হয়রানির প্রতিবাদ ও দুর্বৃত্তদের শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়াক, নরসিংদী আয়োজিত এই মানববন্ধন কর্মসূচির আলোচনা সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের আহবায়ক বিশিষ্ট সাংবাদিক সরকার আদম আলী। প্রধান অতিথি ছিলেন নেটওয়ার্কের উপদেষ্ট প্রফেসর সূর্য্যকান্ত দাস। বক্তৃতা করেন, যুগ্ম-আহবায়ক রায়হানা সরকার, যুগ্ম- আহবায়ক আসাদুজ্জামান খোকন, স্টুডেন্ট ওয়াচ গ্রæপ প্রতিনিধি ফাতেমা আক্তার, ব্র্যাকের জেলা প্রতিনিধি মিজানুর রহমান, ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেন নাজির, নরসিংদী আইডিয়াল হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনজিল-এ-মিল্লাত, নরসিংদী মডেল কলেজের প্রভাষক মনিরুজ্জামান, নরসিংদী পাবলিক কলেজের প্রিন্সিপাল আলমগীর হোসেন ভূইয়া, নরসিংদী মডেল স্কুলের প্রতিনিধি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোতাহার হোসেন অনিক। বক্তাগন বলেন, নরসিংদীতে যৌন হয়রানি অব্যাহত গতিতে বেড়ে চলছে। প্রায় প্রতিদিনই ঘটছে ধর্ষণের মত ন্যাক্কারজনক ঘটনা। স্কুল, কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে বখাটেদের আড্ডা, স্কুল কলেজের মেয়েদেরকে উত্যক্ত প্রায় প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অভিভাবকরা স্কুল কলেজের ছাত্র ছাত্রীদেরকে নিয়ে সার্বক্ষণিক উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। বিভিন্ন সামাজিক বাধা বিপত্তির কারণে অধিকাংশ ধর্ষণেরই কোন মামলা হচ্ছে না। যে সব মামলা দায়ের করা হচ্ছে সেগুলোরও সুষ্ঠু তদন্ত হচ্ছে না। মামলাগুলো আদালত পর্যন্ত আসতে পারছে না। সামাজিক প্রভাবশালী ব্যক্তিরা মামলাগুলোর অঙ্কুরেই বিনষ্ট করে দিচ্ছে। ধর্ষণকারীরা সামাজিক প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় থেকে এসব অপকর্ম চালানোর কারণে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না। যৌন হয়রানি ও ধর্ষণ বন্ধে সরকার আইন প্রনয়ন করলেও আইনের মধ্যে ফাঁক থাকায় ধর্ষকরা বার বার আইনের ফোঁকর গলে রেহাই পেয়ে যাচ্ছে। এই অবস্থা দূরীকরণ করার জন্য জেলা যৌন হরানি নির্মূল করণ নেটওয়ার্ক গঠিত হয়েছে।এই নেটওয়ার্ক স্কুল, কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠান পর্যায়ে সচেতনতা বৃদ্ধির কাজ করবে। মানববন্ধনে অংশ নেন নরসিংদী মডেল কলেজ, নরসিংদী পাবলিক কলেজ, নরসিংদী আইডিয়াল হাইস্কুল, ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নরসিংদী মডেল স্কুলসহ বিভিন্ন স্কুল, কলেজ ও প্রতিষ্ঠানের প্রধানগন। মানববন্ধন শেষে নেটওয়ার্কের নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এ সংক্রান্ত একটি স্মারকলিপি হস্তান্তর করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ