Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজের ৪ দিন পর চালকসহ দু’জনের লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে ৪দিন পর নিখোঁজ সিএনজি চালকসহ দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার পৃথক স্থান থেকে এদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাতক পৌরসভার শিবটিলা থেকে ১৪/১৫বছর বয়সের অজ্ঞাতনামা এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেন এসআই সৈয়দ আব্দুল মান্নান। এসময় ঘটনাস্থল থেকে দু’জোড়া প্লাষ্টিকের স্যান্ডেল উদ্ধার করেছে। শহরের ব্যস্ততম এলাকায় যুবকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় শহরবাসীর মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে। এদিকে নিখোঁজ সিএনজি চালক প্রনয় চৌধুরী পিয়াস (২০) এর লাশ বৃহস্পতিবার সিংচাপইড় ইউপির জিয়াপুর উত্তরের হাওর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। সে দক্ষিণ খুরমা ইউপির খুরমা গ্রামের প্রনব চৌধুরীর পুত্র। গত ৭ আগষ্ট রাতে যাত্রি নিয়ে সিলেটে যাবার কথা বলে সে নিখোঁজ হয়। গত ৮ আগষ্ট দোলাবাজার ইউপির খাইরগাঁও ব্রীজ থেকে তার ব্যবহৃত সিএনজি উদ্ধার করে পুলিশ। হাওরে ভাসমান লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে এসআই সোহেল রানা লাশ উদ্ধার করেন। পুলিশ উদ্ধারকৃত দু’টি লাশ সুনামগঞ্জ মর্গে প্রেণন করেছে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ