রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
নোয়াখালী ব্যুরো : সুবর্ণচর উপজেলর চর জুবলী ইউনিয়নে চোর সন্দেহে ৪জনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের কচ্চপিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ২জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, গত ১ বছর ধরে সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রতিনিয়ত গরু চুরির ঘটনা ঘটছে। গরু চোরদের ধরার জন্য এলাকাবাসী রাত জেগে বিভিন্ন এলাকা পাহারা দিয়ে আসছে। বৃহস্পতিবার ভোর রাতে গরু চুরির উদ্যোশ্যে একটি পিক-আপ নিয়ে ৮/৯ জনের এক দল চোর উত্তর কচ্চবিয়া গ্রামে আসে। এসময় স্থানীয় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চোরদের ধাওয়া দিয়ে ঘেরাও করে। এসময় জনতার গনপিটুনিতে ৪ জন নিহত ও ২জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত চার জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, সে চর আমান উল্যা ইউনিয়নের কাটাবনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে জাকির হোসেন। আটক ২ জন উপজেলার চর জুবলী ইউনিয়নের বেলাল উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন ও আবদুল হামিদের ছেলে জাহাঙ্গীর আলম। নোয়াখালী অতিরিক্তি পুলিশ সুপার জহিরুল ইসলাম জানান, চরজব্বর রাতে একটি পিকআপ নিয়ে গরু চুরি করতে আসলে ৪ চোরকে গনপিটুনি দিয়ে হত্যা করে স্থানীয় এলাকাবাসী। তবে নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে অন্যদের এখনো সনাক্ত করা যায়নি। এ ঘটনায় দুইজন আটক আছে। আটককৃতদের জিঞ্জাসাবাদ চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।