Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কুড়িগ্রামে জেলা পরিষদের উদ্যোগে ৫০ লাখ টাকার চেক বিতরণ

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন ও সংস্কারের জন্য কুড়িগ্রাম জেলা পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ৫০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ অডিটরিয়ামে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মো: জাফর আলী, প্যানেল চেয়ারম্যান আজিম উদ্দিন মাষ্টার, সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র কাজিউল ইসলাম, নাগেশ^রী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন ফাকু ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু প্রমুখ। সভায় জানানো হয়, ২০১৬-২০১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান উন্নয়নের জন্য জেলা পরিষদ প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ পায়। এর মধ্যে ১ কোটি টাকা ৮৪টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়। সেই বরাদ্দের মধ্যে প্রথম কিস্তির চেক বিতরণ করা হলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ