Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আদমদীঘিতে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার ৩

| প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার সান্তাহারে পুলিশ অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন- আদমদীঘি উপজেলার নসরৎপুর ধনতলা গ্রামের ছামসুল হকের ছেলে ওয়ালুল ওরফে বিলি (২৫), একই এলাকার মঠপুকুরিয়া গ্রামের মৃত মতলেব সরদারের ছেলে জাহেদুল (৩০) ও সান্তাহারের সাঁতাহার এলাকার ছালাউদ্দীন মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৪)। পুলিশ জানায়, আসামিরা উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল গোপন সংবাদের ভিক্তিতে গত বুধবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার শহর ও নসরৎপুর ধনতলা এলাকায় মাদক বিক্রি করার সময় ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে থানায় মাদক দ্রব্য আইনে পৃথক দুইটি মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ