Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশিমপুর কারাগার এলাকায় ভুলে হেলিকপ্টারের অবতরণ

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৭, ২:১৩ পিএম

কাশিমপুর কারাগারে ভুলবশত একটি হেলিকপ্টার অবতরণ করেছে।
হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সংরক্ষিত এলাকায় হেলিকপ্টারটি অবতরণ করার বিষয়ে কারা অধিদফতরের ঢাকা ডিভিশনের ডিআইজি প্রিজন তৌহিদুর রহমান বলেন, ‘ভুল করে হেলিকপ্টারটি আমাদের এরিয়ায় নেমে পড়েছে।’
জানা গেছে, বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান নাগরিক বিল্লাল হোসেন স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে গাজীপুরের কোনাবাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। কিন্তু পাইলট ভুল করে কারাগারের সংরক্ষিত এলাকার খোলা স্থানে অবতরণ করেন।
মেঘনা এভিয়েশন এ ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে ঘটনাস্থলে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর পোলট্রি ব্যবসায়ী বিল্লাল হোসেনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিয়েছে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ। কাশিমপুর কারাগার-২ এর সিনিয়র জেল সুপার প্রশান্ত বণিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ