Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৭, ১১:২৩ এএম

নাটোরের একডালায় একটি যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। গতকাল বুধবার দিবাগত রাতে নাটোর-রাজশাহী মহাসড়কের একডালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ডিম ব্যবসায়ী রেজাউল ইসলাম ও পিকআপভ্যানের হেলপার রাজন আহমেদ।

নাটোর ফায়ার স্টেশন অফিসার মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, গতকাল রাতে রাজশাহী থেকে ন্যাশনাল পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি একডালা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী ডিমবোঝাই একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দু’জন নিহত হন। আহত হন আরো দুইজন।
তিনি আরো জানান, আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লাশ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ