বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল কারিগরী শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে মেয়র বলেছেন, কারিগরী জ্ঞান অর্জন করে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। সকল নাগরিককে দক্ষ জনসম্পদে পরিণত করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই দেশটাকে কাঙ্খিত লক্ষ্যে পৌছতে সক্ষম হব। শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার দিয়েই দেশ চলতে পারেনা। আমাদের মানসিকভাবে চিন্তা করতে হবে বাস্তবমুখী কারিগরী শিক্ষার বিষয়ে। জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের যুদ্ধ অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, প্রশিক্ষণ সমাপ্ত করে প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনের পরিবর্তন করতে হবে। এর ফলে পরিবারে আসবে সমৃদ্ধি। গতকাল ইউসেপ বাংলাদেশ, রাজশাহী রিজিওন এর ব্যবস্থাপনায় ইউসেপ টিকাপাড়া সিটি কর্পোরেশন স্কুলে আরবান ম্যানেজমেন্ট অফ ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট এর আওতায় স্কিল ট্রেনিং এন্ড লোকাল এসএমই বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের কোর্সের সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। পরে শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন । রাজশাহী রিজিওনের রিজিওনাল ম্যানেজার গোপাল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবিনা ইয়াসমিন, ইউসেপ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহসিনা আহমেদ ও প্রধান কর্মসূচী কর্মকর্তা মোহাঃ হাবিবুর রহমান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।