Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে পিতা-পুত্রসহ ৩ জনের যাবজ্জীবন কারাদÐ ৬ জন খালাস

সাপুড়েপুত্র হত্যা মামলা-

| প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : তুচ্ছ ঘটনার জের ধরে বাদানুবাদের এক পর্যায়ে সাপুড়ে কুপিয়ে খুনের দায়ে গতকাল মাদারীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এক রায়ে পিতাপুত্র ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন। এ সময় অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার ৬ জন আসামীকে খালাশ প্রদান করা হয়। দন্ড প্রাপ্তরা হচ্ছে সদর উপজেলার চরমুগরিয়া এলাকা বসবাসরত সাপুড়ে আলমগীর বৈদ্য জাকির বৈদ্য ও তাদের পিতা কাসেম বৈদ্য।
রাস্ট্রপক্ষে কৌশলী এমরান লতিফ জানান, ২০০৩ সালের ২৯ মে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া ব্রিজ সংলগ্ন পুষ্প বৈদ্যর ছেলে ডালিম বৈদ্যকে তুচ্ছ ঘটনার জের ধরে বাদানুবাদের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে কুপিয়ে গুরুতর জখম করে দন্ডপ্রাপ্তরা। পরবর্তীতে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ডালিম। এ ঘটনায় ডালিমের মাতা পুষ্প বৈদ্য বাদী হয়ে দন্ডপ্রাপ্ত আসামী আলমগীর বৈদ্য, জাকির বৈদ্য ও কাশেম বৈদ্যসহ ৯ জনকে আসামী করে মাদারীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। গত ২২ অক্টোবর পুলিশের এসআই মিজানুর রহমান ৯ জনকে অভিযুক্ত করে চার্জশীট দেয়। দীর্ঘদিন সাক্ষী প্রমানের ভিত্তিতে বিজ্ঞ আদালত গতকাল বুধবার মামালায় রায় প্রদান করেন। রায়ে ৯ জন আসামীর মধ্যে ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও বাকি ৬ জনকে খালাস প্রদান করেন। সাজা প্রাপ্তরা বর্তমানে পলাতক রয়েছে। আসামীপক্ষে সিনিয়র আইনজীবি সাইদুর রহমান কালাম মামলা পরিচালনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ