Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোর এসপি’র উদ্যোগে পুলিশের অর্থে মাদকসেবীদের পুনর্বাসনে তহবিল গঠন

| প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা,যশোর ব্যুরো : যশোর পুলিশ সুপার মোঃ আনিসুর রহমানের (বিপিএম পিপিএম (বার) উদ্যোগে পুলিশের বেতন থেকে দেয়া অর্থ মাদকসেবীদের পুনর্বাসন ও চিকিৎসায় তহবিল গঠন করা হয়েছে। এই অর্থ ব্যবহার করা হবে প্রেসক্লাব যশোরের সহযোগিতায়। গতকাল প্রেসক্লাব যশোরে প্রেসব্রিফিং করে পুলিশ সুপার ঘোষণা করেন যশোরে মাদক নির্মূলে ক্র্যাশ প্রোগ্রামসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধুমাত্র মাদক সংক্রান্ত অপরাধে ১শ’১দিনের ক্র্যাশ প্রোগ্রামে ১হাজার ২৬টি মামলায় ১হাজার ৫শ’ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক শূন্যের কোঠায় আনতে চলছে লাগাতার অভিযান। যশোর পুলিশের ১হাজা ৮শ’৫০জন সদস্যের স্বেচ্ছায় একদিনের বেতন থেকে তহবিলে দেয়া হয়েছে ১০লক্ষাধিক টাকা।
প্রেস ব্রিফিংএ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন সিকদার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) তানভির আহমেদ ও ডিআইওয়ান তাহেরুল ইসলাম ও সাংবাদিকদের উপস্থিতিতে পুলিশ সুপার দৃঢ়কন্ঠে বলেন, মাদকের ব্যাপারে যশোর জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। যশোরে নানা কর্মসূচি চালিয়ে মাদক ব্যবসায়ীদের কোনঠাসা করে ফেলা হয়েছে। এখন তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পদক্ষেপ নেয়া হয়েছে। পুলিশ সুপার আশা করেন,যশোর জেলা পুলিশের এ মহতী উদ্যোগের সাথে থাকবে যশোর প্রেসক্লাব। প্রেসক্লাবের সভাপতি ও সেক্রেটারীসহ সিনিয়র সাংবাদিকদের সমন্বয়ে গঠিত কমিটি পুনর্বাসন ও চিকিৎসা সহায়তা প্রদানের জন্য মাদক বিক্রেতা এবং মাদকাসক্ত ব্যক্তিদেরকে চিহ্নিত করা হবে। সাংবাদিকদের মতামতের ভিত্তিতে তহবিলের কার্যক্রম পরিচালিত হবে। যাতে এ কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা শতভাগ নিশ্চিত হয়। তিনি বলেন, ‘মাদক ও জঙ্গীর প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার’ এই শ্লোগানকে সামনে রেখে মাদক ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের ন্যায় যশোর জেলা পুলিশ পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক দ্রব্যের অপব্যবহার একটি ভয়াবহ সামাজিক সমস্যা। মাদকের করাল গ্রাসে তরুন ও যুব সমাজ আজ দিশেহারা। মাদক দ্রব্যের অপব্যবহারে দেশের অর্থনৈতিক উন্নয়নে নেতিবাচক প্রভাব পড়ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ