Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লা এলজিইডি মিলনায়তনে শিশু-কিশোরদের পেন্সিলের আঁচড়ে ভেসে ওঠে বঙ্গবন্ধুর মুখচ্ছবি

| প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : বিকেল চারটা। প্রায় অর্ধশত শিশু-কিশোর ও তাদের অভিভাবকের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মিলনায়তন। শব্দযন্ত্রে ঘোষণার সাথে সাথে রং-তুলির ক্যানভাসে মনোযোগী হয়ে ওঠে শিশু-কিশোররা। রং পেন্সিল দিয়ে চলতে থাকে আঁকাআঁকি। নিজেদের মতো করেই ছবি আঁকছে তারা। কারো কারো পেন্সিলের আঁচড়ে বেরিয়ে আসে বঙ্গবন্ধুর মুখচ্ছবি। কেউ কেউ আঁকে লাল সবুজ পতাকা, কেউ আবহমান গ্রাম বাংলার সৌন্দর্য। আবার কেউ রং তুলির আঁচড়ে সাদা কাগজের বুকে ফুটিয়ে তুলেছে ১৫ আগষ্টের আলোকে রক্তাক্ত বাংলার ছবি।
পাঁচ বছর থেকে ১৫-১৬ বছর বয়সী প্রায় অর্ধশত শিশু কিশোরের আঁকাআঁকির এমন দৃশ্যের দেখা মেলে কুমিল্লা এলজিইডি মিলনায়তনে। স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল বুধবার বিকেলে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কুমিল্লা এ প্রতিযোগিতার আয়োজন করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী স্বপন কান্তি পাল। এসময় চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মীর ইলিয়াস মোর্শেদ, কুমিল্লা অঞ্চলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী মো. ফারুক আহমেদ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নাফিজা নাজ নীরা, শিশু বিষয়ক কর্মকর্তা সোহেল আহাম্মদ ভূইয়া, কুমিল্লা আর্ট স্কুল এন্ড কলেজের শিক্ষক রেয়াজুল হক কাজল। কুমিল্লা এলজিইডি’র কর্মকর্তাদের মধ্যে সিনিয়র সহকারি প্রকৌশলী আবদুল বারেক, সহকারি প্রকৌশলী সুমন তালুকদার এবং প্রকল্প পর্যায়ের সহকারি প্রকৌশলীদের মধ্যে মো. জাহের, মো. খোরশেদুল আলম, রেজাউল হাসান, ট্রেনিং কর্মকর্তা মো. নজির আহমেদ ও বিভিন্ন উপজেলার উপ-সহকারি প্রকৌশলী, সহকারি প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় কুমিল্লা এলজিইডি পরিবারের প্রায় অর্ধশত শিশু-কিশোর অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথমস্থান অর্জনকারি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
প্রতিযোগিতা শুরুর আগে নির্বাহী প্রকৌশলী স্বপন কান্তি পাল বলেন, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারের উন্নয়ন কর্মকান্ড তথা রূপকল্প বাস্তবায়নের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান এলজিইডি’র কুমিল্লা অফিস এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। শিক্ষনীয় এ প্রতিযোগিতার মাধ্যমে বঙ্গবন্ধুর মহান কীর্তি সম্পর্কে নতুন প্রজন্ম জ্ঞান লাভ করতে উদ্বুদ্ধ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ