পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রামে বললেন হীরা
চট্টগ্রাম ব্যুরো : চিত্রনায়ক সালমান শাহ আত্মহত্যা করেছিলেন আবারও এমন দাবি করে তার শ্বশুর শফিকুল হক হীরা বলেন, জনপ্রিয়তায় ভাটা পড়ায় মানসিকভাবে ভেঙে পড়ে সে। অবসাদগ্রস্ত থেকে মাদকাসক্ত হয়ে আত্মঘাতি হয় সালমান শাহ। তার মা নীলা চৌধুরীর বেপরোয়া আচরণও তাকে এ পথে ঠেলে দিয়েছে বলে দাবি করেন হীরা। আত্মহত্যা নয় সালমান খুন হয়েছেন এমন তথ্য দিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী রাবেয়া সুলতানা রুবির ভিডিও বার্তায় যখন তোলপাড় চলছে তখন সাংবাদিকদের কাছে গতকাল (বুধবার) নগরীর নাসিরাবাদস্থ বাসভবনে একথা বলেন সালমানের শ্বশুর ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা।
তিনি বলেন, সালমান ১৯৯৫ সালে কিছুদিনের জন্য এফডিসিতে নিষিদ্ধ ছিলেন। ’৯৬ এর দিকে তার জনপ্রিয়তায় ভাটা পড়তে থাকে। মাদকাসক্তিও বেড়ে যায় তার। আর এ হতাশা থেকেই সে আত্মহত্যা করে। এক্ষেত্রে তার মা নীলা চৌধুরীর বেপরোয়া জীবনযাপনও দায়ী। কারণ তার মায়ের এসব কর্মকান্ড সে পছন্দ করত না। তিনি বলেন, পুলিশ তদন্ত করে আত্মহত্যা বলে রিপোর্ট দিয়েছে। কিন্তু সে রিপোর্টের বিরুদ্ধে তার মা নারাজি দিলেন। সিআইডি তদন্ত করল। দেড় বছর পর সিআইডিও রিপোর্ট দিল।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটন রোডের বাসা থেকে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর লাশ উদ্ধার করা হয়। দীর্ঘ ২২ বছর ধরে তার মৃত্যুর রহস্য উদঘাটন করা যায়নি। মামলাটি এখন তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। সালমান শাহর মৃত্যুর পর থেকে তার পরিবার দাবি তাকে খুন করা হয়েছে এবং খুনের জন্য স্ত্রীকে দায়ী করে আসছে। সালমানের সাবেক বিউটিশিয়ান রুবির বক্তব্যের পর আলোচিত সেই হত্যা মামলাটি ফের মানুষের মুখে মুখে। বিশেষ করে সালমান ভক্তরা এ ঘটনায় আশাবাদী- খুনের রহস্য উদঘাটন হবে। তারা এ মামলার শেষ দেখতে চায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।