পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা নিয়ে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যক্রম শুরু হযেছে। প্রথম সভার সিদ্ধান্তগুলো উভয় বিভাগের বিচারপতিদের অবহিত করতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল অফিস থেকে চিঠি পাঠানো হয়েয়ে। এছাড়াও রায় বা আদেশ ঘোষণার পর ছয় মাস পেরিয়ে গেছে এমন মামলার রায় বা আদেশ সই করতে হবে এবং আগামী ৪ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট শাখায় পাঠানো সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রে জানা যায়।
গত ১ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। বিচারক অপসারণক্ষমতা জাতীয় সংসদের হাতে পুনর্বহালসংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীর বৈধতা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের আদেশ অংশে বলা হয়েছে, সর্বসম্মতভাবে খারিজ করা হলো আপিল। হাইকোর্ট বিভাগের রায়ে যে মন্তব্য ছিল তা প্রত্যাহার করা হলো। রায়ে বলা হয়েছে, এ রায় ঘোষণার পর শূন্যতা সৃষ্টি হওয়ার অবকাশ নেই। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা বলবৎ হবে।
এদিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখন আপনা-আপনিই এটা বলবৎ হবে না কিনা এ নিয়ে আইনজ্ঞদের মধ্যে মতনৈক্য সৃষ্টি হয়েছে। এ জন্য জাতীয় সংসদে আইন পাস করতে হবে। আবার এর বিপক্ষেও মত ছিল অনেক আইন বিশেষজ্ঞের। গতকাল আইন কমিশন এর চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, আমার মনে হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের এখনও বলবৎ হবে না। এ জন্য জাতীয় সংসদে আইন পাস করতে হবে। আবার এর বিপক্ষেও মত ছিল অনেক আইন বিশেষজ্ঞের। তাঁদের অভিমত ছিল, নতুন আইন বাতিল হলে আগের আইন কার্যকর হবে। পরের এ অভিমতের প্রতিফলন ঘটেছে আপিল বিভাগের রায়ে।
গত ৬ আগস্ট প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলের বৈঠকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকদের প্রতি নির্দেশনা জারি করার সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ নির্দেশনা কেউ লঙ্ঘন করলে তাঁকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি হতে হবে। ষোড়শ সংশোধনীর বৈধতা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর সংবিধানের ৯৬ অনুচ্ছেদে বর্ণিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ব্যবস্থা কার্যকর হয়েছে। সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের অন্য দুই সিনিয়র বিচারপতিকে নিয়ে গঠিত কাউন্সিল গত ৬ আগস্ট প্রথম বৈঠকে বসে। প্রধান বিচারপতির অফিস কক্ষে অনুষ্ঠিত বৈঠকে আপিল বিভাগের সিনিয়র বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।