Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেসিসি’র ৪৪০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা আজ

| প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

খুলনা ব্যুরো: নিজস্ব আয়ের উপর গুরুত্ব ও আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য রেখেই ২০১৭-১৮ অর্থ-বছরের জন্য অন্তত ৪৪০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করতে যাচ্ছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি এ প্রস্তাবিত বাজেট ঘোষণা করবেন। ২০১৬-১৭ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ছিল ৪৬৭ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ছিল ৪২২ কোটি টাকা। এরআগে, ২০১৪-১৫ অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ছিল ৪৮৫ কোটি টাকা। তবে বিগত অর্থ বছর গুলোর তুলনায় এবার বাজেটের আকার কমেছে। কেসিসি কর্তৃপক্ষ বলছে, নতুন করে তেমন কোন প্রকল্প অনুমোদন ও অর্থ ছাড় না হওয়া এবং সরকারি বরাদ্দ কমে যাওয়ায় নিজস্ব আয়ের খাতকে প্রধান্য দেয়া হয়েছে। এজন্য বাজেটের আকারও কিছুটা কমেছে। তবে এবারের বাজেট বাস্তবসম্মত। তাই শতকরা ৭০ ভাগ বাস্তবায়নের প্রত্যাশা তাদের।
কর্পোরেশন সূত্র জানান, খুলনা সিটি কর্পোরেশনের ২০১৭-১৮ অর্থবছরের বাজেট আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগর ভবণে ঘোষণা করা হবে। মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি এ প্রস্তাবিত বাজেট ও ২০১৬-১৭ অর্থবছরের সংশোধনী বাজেট ঘোষণা করবেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেসিসি’র অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শেখ মোঃ গাউসুল আযম। এবারে কেসিসি’র সম্ভাব্য প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৪৪০ কোটি টাকা। নিম্নে এ বাজেটের আয়-ব্যয়ের খাত তুলে ধরা হলো। আয়ের খাত : বাজেটের রাজস্ব খাত থেকে আয় ধরা হয়েছে ১৫৫ কাটি টাকা। এর মধ্যে সমাপনী স্থিতি রয়েছে ৪৪ কোটি ২১ লাখ টাকা। বাকি সরকারি অনুদান ও বিশেষ প্রকল্প বা দাতা সংস্থাদের অনুদান নির্ভর আয় ধরা হয়েছে ২৮৫ কোটি টাকা।
ব্যয়ের সাধারণ খাত : সংস্থাপনসহ উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৫৫ কোটি টাকা । এর মধ্যে সংস্থাপন ব্যয় ৯১ কোটি ৮০ লাখ টাকা ও উন্নয়ন ব্যয় ৫৭ কোটি ৭০ লাখমুলধন হিসাব ৩০ লাখ টাকা ও সমাপনী স্থিতি ৫ কোটি ১১ লাখ ৪৯ হাজার টাকা। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে (এডিপি) সরকারী অনুদান ৩৬ কোটি ৩৬ লাখ, বার্ষিক উন্নয়ন কর্মসূচীতে (এডিপি) সরকারী অনুদান বিশেষ থোক ১৫ কোটি টাকা এবং এডিপিভূক্ত/প্রস্তাবিত প্রকল্পের সরকারি অনুদান ৪৩ কোটি ৭৩ লাখ টাকা। বিশেষ প্রকল্প (৩য় অংশ) ন্যাশনাল আরবান পোভার্টি রিডাকশন প্রোগ্রামে ৭ কোটি, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড প্রকল্পে ১১১ কোটি ১১ লাখ, নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প-২-এ ৩০০ কোটি, আরবান পাবলিক এন্ড এনভারমেন্টাল হেলথ সেক্টর ডেভেলপমেন্ট প্রকল্পে ৭ লাখ টাকা, বাংলাদেশ দক্ষিণাঞ্চলের শহর কেন্দ্রিক দারিদ্রতা দূরকরণ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে ৩ কোটি ২০ লাখ, আরবান মেনেজমেন্ট অব ইন্টারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ ইন খুলনা সিটি কর্পোরেশন প্রকল্পে ৬০ লাখ ৭৫ হাজার, রিজিলিয়েন্ট ইনক্লুসিভ আরবান ডেভেলপমেন্ট প্রকল্পে ২ কোটি, সোলার ষ্ট্রীট লাইট প্রকল্পে ২২ কোটি এবং খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল নির্মাণে ৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। কেসিসির বাজেট কাম একাউন্টস অফিসার কাজী জাকিরুল হাসান বলেন, এবারের বাজেট হবে সুষম ও উন্নয়নমুখী। এর সুদূর প্রসারী তাৎপর্য রয়েছে। নাগরিক সেবা বৃদ্ধি ও সেবার মান উন্নত করার পরিকল্পনা এবং আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য রেখেই এ বাজেট প্রস্তুত করা হচ্ছে। কর্পোরেশনের অর্থ সংস্থাপন কমিটির চেয়ারম্যান শেখ মোঃ গাউসুল আযম বলেন, এবার বাজেটে কঞ্জারভেন্সি খাতকে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে। নতুন করে তেমন কোন প্রকল্প অনুমোদন ও অর্থ ছাড় না হওয়া এবং সরকারি বরাদ্দ কমে যাওয়ায় নিজস্ব আয়ের খাতকে প্রধান্য দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ