Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে জনপ্রিয় হয়ে উঠছে স্বাস্থ্যসম্মত বিলাস ল্যাট্রিন

| প্রকাশের সময় : ১০ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

মোঃ আনিস উর রহমান স্বপন,ধামরাই(ঢাকা)থেকে ঃ মানুষের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে স্বাস্থ্য। তাই সুস্থ্য থাকতে হলে অবশ্যই ব্যবহার করা জরুরী দুর্গন্ধমুক্ত স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন।
ঢাকার ধামরাইয়ে জনপ্রিয় হয়ে উঠছে দুর্গন্ধমুক্ত স্বাস্থ্য সম্মত বিলাস ও আরাম ল্যাট্রিন। কারিগরি ডিজাইনের ওপর এর নাম দেয়া হয়েছে বিলাস ও আরাম। বিলাস ও আরাম ল্যাট্রিন দেখতে গিয়েছিলাম উপজেলার সোমভাগ গ্রামে। গ্রামটি যদিও ধামরাই উপজেলা সদর থেকে দূরত্ব হবে প্রায় ১কিলোমিটারের মতো। এতো কাছে মনে হলেও গ্রামের দু’পাশ দিয়ে বয়ে গেছে বংশী নদী। তাই বর্ষাকালে প্রায় ৩কিলোমিটার ঘুরে যেতে হয় ওই গ্রামে। গ্রামের ভেতরের রাস্তাঘাট কাঁচা। তবে কৃষি ফসল তথা সবজির গ্রাম হিসেবে সবাই চেনে।
সোমভাগ গ্রামের রমিজ উদ্দিনের বাড়িতে কথা হয় তার মেয়ে উনজেলা বেগমের সাথে। বিয়ে হওয়ার পর ৩টি সন্তান নিয়ে বাবার বাড়িতেই থাকেন। তিনি বলেন, দেশ এগিয়ে গেলেও ১০টি পরিবারের মতো আমরা কিছুদিন পূর্বেও পাটের চট বা (ছালা)/বাঁশের বেড়া দিয়ে লেট্রিন বানিয়েছি। ওই পুরাতন পদ্ধতির অস্বাস্থ্যকর ল্যাট্রিন থেকে ছড়াতো দুর্গন্ধ। ফলে শিশুদের মাঝে রোগ বালাই লেগেই থাকতো।
পরবর্তিতে উনজেলা বেগম বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েিেটভ ্(এসডিআই)এর এক কর্মকর্তার পরামর্শে বাড়িতে সুদমুক্ত ঋণ নিয়ে কাঠ ও টিনের ছাউনি সিরামিকসের ¯øাাব দিয়ে স্থাপন করেন এ ল্যাট্রিন। খরচ হয়েছে ১০ থেকে ১১হাজার টাকা। এটি স্থাপনের ফলে বাড়ির শিশুদের ল্যাট্রিনে যাওয়ার অভ্যাস করিয়েছেন। শুধু তাইনয় এ ল্যাট্রিনের সামনে রয়েছে একজোড়া জুতা, ভেতরেই রয়েছে পানির ঝাড় ও সাবান। হাত ধূতে ও পানি আনতে আর বাইরে যেতে হয়না। আবার ল্যাট্রিনের ময়লা যাওয়ার জন্য কয়েক ফুট দূরত্বে রয়েছে ঢাকনা যুক্ত রিং বা চাক । এ গ্রামেই স্থাপন করা হয়েছে ১৫টির মতো এ স্বাস্থ্য সম্মত পায়খানা।
স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন (পায়খানা) মিলিস প্রকল্পটি ওয়ার্ল্ড ব্যাংক এর আর্থিক সহায়তায় পিকেএসএফ-এর তত্বাবধানে বাস্তবায়ন করছে বেসরকারী উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েিেটভ ্(এসডিআই)।
একেবারেই দুর্গদ্ধ মুক্ত স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন শুধু ধামরাইতেই নয় পাশবর্তী উপজেলা কালিয়াকৈর, সাভার-আশুলিয়া, সাটুরিয়া, সিংঙ্গাইর, ঘিওরের কিছু এলাকায় ও স্থাপন করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ