Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মা নদীতে ডুবে যাওয়া শিক্ষার্থী শাকিনের লাশ উদ্ধার

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ৫:২৬ পিএম | আপডেট : ৬:৪১ পিএম, ৯ আগস্ট, ২০১৭

পাবনার ঈশ্বরদী থানা ও লালপুর থানা এলাকার সীমান্তবর্তী আড়ামবাড়িয়া পদ্মা নদীর ঘাট দিয়ে গোসল করতে নেমে সাঁড়া মারোয়ানী উচ্চ বিদ্যালয়ের অপর শিক্ষার্থী শাকিনের লাশ আজ বুধবার দুপুর দেড়াটার দিকে পদ্মা নদী বক্ষে ভেসে উঠলে স্থানীয়রা লাশ উদ্ধার করেন।

এলাকাবাসী সূত্র জানান, লাশ ভেসে উঠলে সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদারকে খবর দেয়া হয়। চেয়ারম্যান শাকিনের স্বজনদের খবর দিলে তারা এসে লাশটি এহসানুল হক শাকিনের বলে সনাক্ত করেন। শাকিনের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সে ঈশ্বরদী পৌর এলাকার পূর্ব টেংরী মহল্লার মো: জাহাঙ্গীর আলমের পুত্র ।

ঈশ্বরদী পৌর এলাকার টেংরী মহল্লার দুই শিক্ষার্থী শাকিন ও অপূর্ব গত সোমবার আড়ামবাড়িয়া ঘাটে স্কুলের পোশাক, ব্যাগ , জুতা খুলে পদ্মা নদীতে গোসল করতে নেমে প্রবল স্রোতে তলিয়ে যায় । লালপুর থানা পুলিশ, ঈশ্বরদী, ফায়ার সার্ভিস’র সদস্যরা, পুলিশের সাতারু ও ডুবরী এবং স্থানীয় লোকজন ও মাছ ধরার কাজে নিয়োজিত পদ্মা নদীতে থাকা জেলেরা ওই শিক্ষার্থীদের উদ্ধার তৎপরতায় শরিক হন।

বৃহষ্পতিবার সকাল ৯টার দিকে লালপুর থানাধীন পদ্মা নদীর পালিদহ এলাকা থেকে শিক্ষার্থী অপূর্ব’র লাশ উদ্ধার করে। বুধবার উদ্ধার হল তার অপর বন্ধু শিক্ষার্থী শাকিনের লাশ। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার , ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন , লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান, উদ্ধার কাজ তদারকি করেন। অপূর্ব ও শাকিনের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছেন , ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি এবং স্কুলের প্রধান শিক্ষক , মেয়র, ইউপি চেয়ারম্যানগণ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ