Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পঠিয়ায় ভটভটি উল্টে নারী নিহত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ২:৫৪ পিএম

রাজশাহীর পুঠিয়ায় ভটভটি উল্টে আম্বিয়া বিবি (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ভটভটির চালকসহ আরও দুই যাত্রী আহত হয়েছেন। বুধবার ঢাকা-রাজশাহী মহাসড়কে উপজেলার খুটিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আম্বিয়া বিবির চারঘাট উপজেলার হালিদাগাছী সরদারপাড়া গ্রামে-মৃত তাইজুদ্দিন মণ্ডলের স্ত্রী।

পুঠিয়ার শিবপুরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, মহাসড়কে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ভটভটির চালকসহ ৪ জন যাত্রী আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর আম্বিয়া মারা যান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ