Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ ভাঙ্গায় দুর্বৃত্তের দেয়া আগুনে বসতঘর ভস্মীভ‚ত

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নে সোমবার গভীর রাতে খামারকান্দা গ্রামে মানিক সরদারের বসত ঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভ‚ত হয়েছে। এসময় ঘরে থাকা আসবাবপত্রসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যদের দাবি ঘরটিতে মানিক সরদার ঘুমিয়ে ছিলেন ভেবে দুর্বৃত্তরা তাকে আগুন দিয়ে হত্যার অপচেষ্টা চালায়। গভীর রাতে স্থানীয় ৫/৭ জন দুর্বৃত্তরা পূর্ব শত্রæতার জের ধরে এ ঘটনা ঘটায় বলে অভিযোগে প্রকাশ। মানিক সরদারের মাতা কহিনুর বেগম জানান, আমাদের সাথে একই এলাকার হাফেজ মাতুব্বর গংদের সাথে জমি জমাসহ বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ দ্ব›দ্ব চলে আসছিলো। এর জের ধরে আমার ছেলেকে হাফেজ মাতুব্বর গংদের পক্ষীয়রা হত্যার হুমকি দেয়। প্রাণনাশের ভয়ে আমরা ভাঙ্গা উপজেলা শহরে বসবাস করছি। ঘটনার দিন আমার ছেলে ভস্মীভ’ত ঘরটিতে ঘুমিয়ে আছে ভেবে গভীর রাতে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা আগুন দেয়। আমি জানালা খুলে আমার ছেলের বসত ঘরটিতে আগুন জ্বলতে দেখি। আমার চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এলে পার্শ্ববর্তী পলাশ, কালু, ফেরদৌস, ফয়েজ, মহাসিন, হারেজ সহ ৫/৭ জন দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যেতে দেখতে পাই। এসময় বসত ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এব্যাপারে অভিযুক্ত হাফেজ মাতুব্বরের সাথে বিষয়টি নিয়ে কথা হলে তিনি জানান, আমাদের সাথে দ্ব›দ্ব সংঘাত থাকার কারণে তারা মিথ্যা অভিযোগ দিয়েছে। বসত ঘরটি পুড়িয়ে ফেলার সাথে আমরা জড়িত নই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ