বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চৌদ্দগ্রাম উপজেলা সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে দাদা কর্তৃক পাঁচ বছর বয়সী এক নাতিন ধর্ষিত হয়েছে। বর্তমানে ধর্ষিতা কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি রয়েছে। উপজেলার গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামে এ ঘটনা ঘটে। প্রভাবশালীদের হুমকির কারণে ধর্ষিতার পরিবার থানায় মামলা করতে না পারায় গতকাল মঙ্গলবার কুমিল্লার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে তিনজনের বিরুদ্ধে মামলা করেছে ধর্ষিতার মা সুলতানা বিলকিছ ববিতা। মামলায় আসামী হচ্ছে অভিযুক্ত ধর্ষক নারীলোভী আবদুল মালেক(৬০), তার ছেলে মাসুদ(২৯) ও রাজিব(২৮)।
মামলা সূত্রে জানা যায়, কর্তাম গ্রামের প্রবাসী বিল্লাল হোসেনের মেয়ে স্থানীয় মাদরাসার ছাত্রী আব্দুল মালেক সম্পর্কে চাচাতো দাদা-নাতিন। গত ২৬ জুলাই সন্ধ্যায় কৌশলে নিজ ঘরে নিয়ে যায় আবদুল মালেক। দাদা আবদুল মালেক জোরপূর্বক তার সাথে যৌন সম্পর্ক করেছে। তাৎক্ষনিক মেয়েটি অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুণবতী বাজারে নিয়ে যায়। অবস্থার উন্নতি না হওয়ায় ডাক্তার তাকে কুমিল্লায় প্রেরণের পরামর্শ দেয়। ধর্ষিতার মা সুলতানা বিলকিছ ববিতা অভিযোগ করে জানান, স্বামীর বিদেশে থাকায় আমার একাকিত্বের সুযোগে আইনের আশ্রয় এবং এমনকি চিকিৎসা গ্রহণ থেকেও বঞ্চিত করে রাখে। মামলার খবর পেয়ে আসামীরা বিভিন্নভাবে হুমকি প্রদান করছে। বর্তমানে হাসপাতাল থেকে বাড়িতে যাওয়া নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করে তিনি।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল জানান, ধর্ষণের ঘটনাটি কুমিল্লা কোতয়ালী থানা সূত্রে জানার পরে আমি নিজ থেকে মেয়ের মায়ের সাথে যোগাযোগ করি এবং হাসপাতালে পুলিশ পাঠাই। কিন্তু মেয়ের পরিবার থানায় আসবে বলেও কোন ধরনের অভিযোগ কিংবা মামলা দায়ের করেনি। আজকেই শুনলাম আদালতের মাধ্যমে মামলা দায়ের হয়েছে। আদালতের কপি হাতে পেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।