Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতক সিএনজি চালক নিখোঁজে আটক ১

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ছাতক (সুনামঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে ৩দিন থেকে প্রনয় চৌধুরী-পিয়াস (২২) নামের এক সিএনজি (অটোরিকশা) চালক নিখোঁজের ঘটনায় গতকাল মঙ্গলবার স্বপন রবি দাস (২৫) নামের একযুবককে আটক করা হয়েছে। সে সিংচাপইড় ইউপির সিরাজগঞ্জ বাজারের নানকার রবি দাসের পুত্র। নিখোঁজ পিয়াস দক্ষিণ খুরমা ইউপির খুরমা গ্রামের প্রনব চৌধুরীর পুত্র। গত ৭ আগষ্ট বিকেলে দোলারবাজার ইউপির খাইরগাঁও ব্রিজে তার ব্যবহৃত রক্তমাখা সিএনজি (অনটেষ্ট) উদ্ধার করে পুলিশ। ৬ আগষ্ট রাত সাড়ে ৯টায় সিলেটে যাত্রী নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় পিয়াস। বাড়িতে না ফেরায় তার ব্যবহৃত মোবাইলে যোগাযোগ করলে এটি বন্ধ পাওয়া যায়। গত ৩দিন থেকে পিয়াস নিখোঁজ রয়েছে। সন্দেহজনকভাবে স্বপন রবি দাসকে তার নিজ বাড়ি থেকে আটক করেছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ