Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাড়ির মালিকসহ আটক ২

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ফরিদপুরে পতিতাপল্লী থেকে ৩ কিশোরী উদ্ধার
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুর শহরে অবস্থিত রথখোলা যৌন পল্লী থেকে ৩ কিশোরী উদ্ধার এবং বাড়ীর মালিকসহ আটক ২ করেছে র‌্যাব। র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে গতকাল মঙ্গলবার ভোরে শহরের রথখোলা পতিতালয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে কুমিল্লার দাউদকান্দি থানাধীন রুটিয়ার চরের রুমা আক্তার (১৫), হবিগঞ্জের মাধবপুর থানাধীন তুলশীপুর গ্রামের সুমিতা রানী সরকার ল²ী (২৪), ভোলার পৌরনবীপুরের রোজিনা আক্তার খুকি মনি (১৬)-কে উদ্ধার করে। এসময় অপহরণ চক্রের সদস্য লিজা বেগম ও নারায়ন চক্রবর্তী (৫৫) কে আটক করা হয়। অপহরণকৃত উক্ত কিশোরীদের বিভিন্ন ভাবে চাকরীর প্রলোভন দেখিয়ে একটি সংঘবদ্ধ অপরহণ চক্রের সদস্যরা রথখোলাস্থ যৌন পল্লীর ভিতর বসবাসরত নারায়ন চক্রবর্তীর ভাড়াটিয়া লিজা বেগমের নিকট টাকার বিনিময় বিক্রী করে দেয়। সেখানে তাদেরকে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক আটক রেখে দেহ ব্যবসায় বাধ্য করা হয়। উদ্ধারকৃত ভিকটিম এবং আটককৃত ধৃত আসামিদ্বয়কে থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে ভিকটিম সুমিতা রানী সরকার বাদী হয়ে থানায় একটি মানব পাচার মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ