বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা মডেল থানা পুলিশ গত সোমবার রাতে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার থেকে ৪টি সৌদি রিয়ালের নোটসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার নপাই গ্রামের সামছুদ্দিনের পুত্র মোখশেদ আলী (৩৫) ও মৃত মতিউর রহমানের পুত্র রঞ্জিত(৪০)। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ বাজার এলাকায় সোমবার রাতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় প্রতারণা করার সময় ৪টি সৌদি (৫০ রিয়াল) নোট ও গামছার কুন্ডলিসহ বৈদিশিক মুদ্রা প্রতারক চক্রের ২ জন সদস্যকে আটক করা হয়। তিনি আরো জানান, উক্ত প্রতারক চক্রটি বিদেশ ফেরত/বিদেশগামী লোকদেরকে প্রতারণার ফাঁদে ফেলার জন্য বৈদেশিক মুদ্রার নোট অতি অল্প মূল্যে বিক্রয়ের জন্য অফার করে। গামছার কুন্ডলি বা অন্য কোন প্যাকেটে কয়েকশ’ বৈদেশিক মুদ্রার নোট রয়েছে দাবী করে উপর থেকে ১টি নোট যাচাইয়ের জন্য ক্রেতার হাতে তুলে দেয়। ক্রেতা আশ্বস্থ হলে কয়েক লক্ষ টাকা গ্রহণ করে উক্ত গামছার কুন্ডলি/প্যাকেটে থাকা অল্প কয়েকটি বৈদেশিক মুদ্রার নোট ক্রেতাকে দিয়ে ঘটনাস্থল থেকে দ্রæত সরে পড়ে। তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মোকসেদ ও তাহের স্বীকার করেছে যে, তারা ইতিপূর্বে ঢাকায় ৪টি এরূপ প্রতারণায় সফল হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।