Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় কালভার্ট ভেঙে ভারী যান চলাচল বন্ধ

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ইন্দো দীঘির পাড় এলাকায় কয়েক মাস আগে ভেঙে যাওয়া কালভার্টটি মেরামত না করায় বটতলী-বরৈয়া সড়কে ভারী যান চলাচল বন্ধ আছে। তবে ঝুঁকি নিয়ে চলাচল করছে হালকা ও মাঝারি ধরনের যানবাহন। এতে করে দুর্ভোগে পড়েছে বিভিন্ন এলাকার অন্তত ২০ হাজার মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার বটতলী-বরৈয়া সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন। এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত হালকা ও ভারী যানবাহন চলাচল করে থাকে। সড়কের বটতলী ইউনিয়নের ইন্দো দীঘির পাড় এলাকার ওই কালভার্টে অনেক আগে ফাটল ধরে। কিন্তু সেটা মেরামত করা হয়নি। এলাকাবাসীর অভিযোগ, অবিরত পার্শ্ববর্তী দুই ইটভাটার ভারী যানবাহন চলাচলের কারণে গত কয়েক মাস আগে কালভার্টটির দুই পাশ ভেঙে যায়। তখন থেকে এই সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে রিকশা-ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা পারাপার হচ্ছে। আর ভারী যানবাহনগুলো ৫ কিলোমিটার পথ ঘুরে চলাচল করছে। বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন,কালভার্টটি ভেঙ্গে পড়ার কারণে বিভিন্ন এলাকার ২০ হাজারের বেশি মানুষ দুর্ভোগে পড়েছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।
জানতে চাইলে আনোয়ারা উপজেলা প্রকৌশলী তাসলিমা জাহান ইনকিলাবকে জানান,বটতলী-বরৈয়া সড়কের আংশিক মেরামতসহ কালভার্টটি নির্মাণের জন্য চাহিদাপত্র তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দরপত্র আহবান করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ