Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শেখ ফজিলাতুন্নেছার জন্মদিনে

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

দুস্থদের চিকিৎসা ভাতা দিলেন সাবেক মেয়র মনজুর আলম
চট্টগ্রাম ব্যুরো : সাবেক মেয়র এম মনজুর আলম প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল (মঙ্গলবার) শেখ ফজিলাতুনন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম ডিগ্রী কলেজ মিলনায়তনে দুস্থ-গরীবদের মাঝে চিকিৎসা ভাতা, বস্ত্র বিতরণ ও একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়। এম মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. অনুপম সেন। তিনি বলেন, বঙ্গবন্ধু জাতির জনক হওয়ার পেছনে যিনি অসামান্য অবদান রেখেছেন তিনি হলেন তার সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা। এম মনজুর আলম বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে অন্তরে ধারণ করি বলেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল ফাউন্ডেশন গঠন করি। এতে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মোঃ বাদশাহ আলম, অধ্যাপক আবু ছগীর, আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমদ চৌধুরী, সীতাকুন্ড থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসহাক প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ