Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

মোহাম্মদপুরে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে আহত ২

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রাজধানীর মোহাম্মদপুরে গুলিতে দু›জন আহত হয়েছেন। র‌্যাবের দাবি, তাদের সাথে বন্দুকযুদ্ধে ওই দুই ব্যক্তি আহত হন। যাদেরকে ডাকাত দলের সদস্য বলে জানায় র‌্যাব। গতকাল মঙ্গলবার ভোর রাতে মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। গুলিবিদ্ধরা হলেন- মো. হেলাল (৩৫) ও মো. সিরাজুল ইসলাম (৫০)। গুলিবদ্ধ দুই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. বাচ্চু মিয়া জানান, গতকাল ভোরে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে নিয়ে আসে র‌্যাব। এদের মধ্যে হেলালের বাঁ ঊরু ও সিরাজুলের ডান ঊরুতে গুলি লাগে। তাদের মধ্যে সিরাজুলকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর র‌্যাব-২ নিয়ে গেছে। অন্যজন চিকিৎসাধীন। র‌্যাব সদরদফতরের সহকারী পরিচালক (মিডিয়া) মো. মিজানুর রহমান জানান, গতকাল মঙ্গলবার ভোর রাতে মোহাম্মদপুরের একতা হাউজিং এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ডাকাতদের জড়ো হওয়ার খবর পেয়ে র‌্যাবের টহলদল সেখানে যায়। এসময় ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে দু›জনকে আহত অবস্থায় আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আটক দুই ব্যক্তির কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: র‌্যাব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ