বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা : সউদী সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ আব্দুল রহমান বিন সালেহ আল-বানইয়ান গতকাল মঙ্গলবার গাজীপুর সেনানিবাসস্থ বাংলাদেশ মেশিন টুল্স ফ্যাক্টরি (বিএমটিএফ) পরিদর্শন করেন। তিনি সেখানকার ভেহিক্যাল এসেম্বলিং শপ, লেদার ও ফুটওয়্যার ফ্যাক্টরিসহ বিএমটিএফ এর সমগ্র কারখানা এলাকা ঘুরে দেখেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এর আগে সউদী সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ বিএমটিএফ-এ এসে পৌঁছালে বিএমটিএফের ম্যানেজিং ডিরেক্টর মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান তাকে স্বাগত জানান। জেনারেল আব্দুল রহমান বিন সালেহ আল-বানইয়ান এর নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধিদল ৩ দিনের রাষ্ট্রীয় সফরে ৬ আগস্ট সউদী বিশেষ বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগমন করেন। প্রতিনিধিদলটি বিভিন্ন সামরিক স্থাপনা ও প্রতিষ্ঠান পরিদর্শন শেষে গতকাল ঢাকা ত্যাগ করেন।
সূত্র জানায়, পরিদর্শনকালে বাংলাদেশের অর্থনীতিতে বিএমটিএফ এর অবদান দেখে প্রতিনিধি দলটি ভূয়সী প্রশংসা করেন। এর আগে প্রতিনিধিদলটি হেলিকপ্টার যোগে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) আসেন। সেখানে তাদেরকে বিওএফ এর কমান্ডেন্ট মেজর জেনারেল হামিদুর রহমান চৌধুরী আরসিডিএফ পিএসসি অভ্যর্থনা জানান এবং ব্রিফিং করেন। পরে তারা বিওএফ এর বিভিন্ন শপ ও কার্যক্রম পরিদর্শন করেন। এসময় বাংলাদেশ সেনা বাহিনীর পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। জানা গেছে, বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি (বিএমটিএফ) রুগ্ন প্রতিষ্ঠান হিসেবে ২০০০ সালে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। তখন এ প্রতিষ্ঠানের লোকসানের পরিমাণ ছিল প্রায় ১২১ কোটি টাকা। বর্তমানে এটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখানে জুতা, গ্যাস ও বিদ্যুতের প্রিপেইড মিটার তৈরি এবং গাড়ি এসেম্বলসহ ১০টি বিভিন্ন কারখানা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।