Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়র নাছিরের নেতৃত্বে দখলমুক্ত কার্যক্রম শুরু

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর মহেশখাল ও গয়নার ছড়ার অবৈধ দখল উচ্ছেদের মধ্যদিয়ে নগরীর খাল দখলমুক্ত কার্যক্রম শুরু করেছে সিটি কর্পোরেশন। গতকাল (মঙ্গলবার) সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিতিতে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। সিটি কর্পোরেশন পানিবদ্ধতামুক্ত নগরী গড়ার প্রত্যয় থেকে নগরীর খালসমূহ ডিজিটাল জরিপ পরিচালনা করছে। পাশাপাশি অবৈধ দখলদার থেকে খালগুলো মুক্ত করার লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কর্মসূচির আওতায় গতকাল সকাল থেকে নগরীর ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে জেলে পাড়া ডা. কামিনী সড়ক এলাকায় মহেশখালের শেষপ্রান্ত থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। পরে গয়নার ছড়ার অবৈধ দখলদার চিহ্নিত করা হয়। সিটি মেয়র উচ্ছেদ অভিযান শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। এ সময় ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস জেসমিনা খানমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। খাল, নালা দখলমুক্ত করতে সিটি কর্পোরেশন গৃহীত কর্মসূচির আওতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে। তিনি অবৈধ দখলমুুক্তকরণ অভিযানে সিটি কর্পোরেশনের পাশে নগরবাসীর শতভাগ সমর্থন প্রত্যাশা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ