Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কেন্টাইল ব্যাংকের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৪তলা বিশিষ্ট নিজস্ব ভবন এমবিএল সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল এক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের মাধ্যমে ব্যাংকের চেয়ারম্যান এ. কে. এম. সাহিদ রেজা প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তরের ফলক উম্মোচন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হান্নান ও এ.এস.এম. ফিরোজ আলম, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. আমানউল্ল­াহ, মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ব্যাংকের পরিচালক শহিদুল আহ্সান, পরিচালকবৃন্দ- মোহাম্মদ সেলিম ও আলহাজ্ব মোশাররফ হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান। এমবিএল সেন্টার নির্মাণকারী প্রতিষ্ঠান কম্প্রিহেনসিভ হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান শাকিল সিদ্দিক, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. শাহ মো. মাসুদ ইব্রাহিম, মার্কেন্টাইল ব্যাংকের এএমডি, ডিএমডিসহ উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ