Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশি অভিযানে আদমদীঘিতে গ্রেফতার ৪

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরয়ানামুলে মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, জিআর মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা মূলে গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদমদীঘি উপজেলার বড়-আখিড়া গ্রামের সাদেক আলীর ছেলে শৈকত হোসেন (২৩) একই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে হাফিজুল (৩৮) তার ভাই সাদেক আলী (৫৫), ও মাদক বিক্রি করার সময় ৩০ পুড়িয়া হেরোইনসহ গবিন্দপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৩) কে মুরইল বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী রফিকুলের বিরুদ্ধে উপ-পরিদর্শক মোজাফ্ফর হোসেন বাদী হয়ে থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ