Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ধামরাইয়ে জঙ্গি সন্ত্রাস মাদক ও বাল্যবিবাহ বিরোধী সমাবেশ

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার ধামরাইয়ে ভাড়ারিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ও বাল্যবিবাহ বিরোধী প্রচারণা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ভাড়ারিয়া বাসস্ট্যান্ডে আয়োজিত সন্ত্রাস জঙ্গিবাদ মাদক ও বাল্যবিবাহ বিরোধী প্রচারণা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ মালেক। এসময় প্রধান অতিথি বলেন, বর্তমানে আওয়ামী সরকার আছে বলেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এক প্রসঙ্গে তিনি বলেন, সকলের সমন্নীত উদ্যোগে ধামরাই থেকে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ ও বাল্যবিবাহ নির্মূল করা সম্ভব। তাই আগামী ৬মাসের মধ্যে ধামরাইকে মাদক মুক্ত ঘোষনা করা হবে। পরিশেষে তিনি সবাইকে নৌকার পক্ষে কাজ করে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এসময় সভাপত্বি করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম। এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি আলহাজ তমিজ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধামরাই থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ রিজাউল হক দিপু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ভাড়ারিয়া ইউপি চেয়ারম্যান শাহ আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাড়ারিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মানসুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ