Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝুঁকিপূর্ণ এ ভবনে আতঙ্ক বিরাজ করছে

রাজাপুর সমাজসেবা অফিসে পলেস্তারা খসে পড়েছে

| প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

রাজাপুর (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরে সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মীদের কক্ষের পলেস্তর ধস পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই অফিসে কর্মরতরা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন। উপজেলা পরিষদ ও প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, ইউএনও অফিসের তৃতীয় তলার ওই ভবনের নিচতলার উত্তর পাশের সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মীদের কক্ষটির পলেস্তরা বেশকিছুদিন ধরে খসে পড়ার উপক্রম দেখা দিলে উপজেলা এলজিইডির এসও নজরুল ইসলামকে সরেজমিনে দেখান। তখন তিনি সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মীদের সর্তক থাকতে বলেন এবং বাঁশ দিয়ে নাড়া দিয়ে কতটা ঝুঁকিপূর্ণ তা পরীক্ষা করার পরামর্শ দেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ভবানী শঙ্কর বল জানান, ইউনিয়ন সমাজকর্মী ঝুঁকিপূর্ণ পলেস্তরা পরীক্ষা করার জন্য বাঁশ দিয়ে নাড়া দেয়ার সাথে সাথে মারাত্মকভাবে ছাদের পলেস্তরা খসে পড়ে, তবে কারও কোন ক্ষতি না হলেও অফিসের কাগজপত্র ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ