Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে ২০কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ ব্যক্তি আটক

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৭, ৭:০৮ পিএম

সিলেটের ওসমানীনগরে আবারও ২০কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলায় দায়ের করেছে পুলিশ। গতকাল দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানার এসআই মহিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সিলেট ঢাকা মহাসড়কের শেরপুর টোলপ্লাজা এলাকায় গাড়ি তল্লাশি করে একটি নাম্বার বিহীন পিকআপ ভ্যান থেকে ২০কেজি গাঁজা উদ্ধার করে। এসময় গাঁজাবহনকারী পিকআপ ভ্যান এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পনারগাঁওয়ের রুবেল মিয়া (২২) এবং রমজান মিয়াকে (২৮) আটক করে।
একই রাতে এসআই তপন কুমার দাশ উপজেলার রাখালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৩বোতল অফিসার চয়েজ বিদেশী মদসহ পার্শবর্তী বিশ্বনাথ উপজেলার খাশজান গ্রামের ইলিয়াস আলীকে আটক করে।
ওসমানীনগর থানার ওসি তদন্ত আনোয়ারুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃকদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ