Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় ইয়াবা ও বিয়ার উদ্ধার

আনোয়ারা উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৭, ৭:০৫ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপকূল ও বন্দরের বহির্নোঙ্গরের ১৭নং খাল সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ বিয়ার ও ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।
সূত্র জানায়, মঙ্গলবার কোস্টগার্ড সিজি সাঙ্গু স্টেশন নিয়মিত টহলের সময় উপজেলার রায়পূর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের গোদারপাড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫৭৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। অপরদিকে গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক দেড়টায় কোস্ট গার্ড পূর্বজোনের জাহাজ শেঠগাং নিয়মিত টহলের সময় ইঞ্জিন বোটে তল্লাশি চালিয়ে পাচঁটি বস্তায় ৪০৯ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব ইয়াবা ও বিয়ারের আনুমানিক মূল্য দশ লক্ষ তের হাজার পাঁচশত টাকা। কোস্টগার্ডের জনসংযোগ কর্মকর্তা লে.ফখরুদ্দিন আহমদ জানান,পৃথক দুটি অভিযানে ১৫৭৮ পিস ইয়াবা ও ৪০৯ ক্যান বিয়ার উদ্ধার করা হয়েছে। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ