বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের ভূঞাপুরের চাঞ্চল্যকর রাজন (২৪) হত্যা মামলার রায়ে ১২জন আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন টাঙ্গাইলের স্পেশাল আদালত। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আদালতের বিচারক ওয়াহিদুজ্জামান সিকদার এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ভালকুটিয়া গ্রামের ছাইফুল, মোমিন, নিজাম, আবু বকর, হানু, বাবু, সিরাজ, ওহাব। এরমধ্যে ৪জন আসামী পলাতক রয়েছে। এরা হলেন একই গ্রামের আব্দুল মজিদ, মজনু, নরুল ইসলাম ও মজিদ।
মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০১৪ সালের ১৩ এপিল সকাল ৭টার দিকে দণ্ডিত আসামীরা ভূঞাপুর উপজেলার ভালকুটিয়া গ্রামের লাল মিয়ার বাড়িতে ঘরের বেড়া ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে লাল মিয়ার পুত্র কলেজ ছাত্র রাজন (২৪) কে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হলে ওইদিন বিকেলে পথিমধ্যে তার মৃত্যু ঘটে। পরে নিহত রাজন পিতা লাল মিয়া বাদী হয়ে পরের দিন ১৯জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১২জন আসীমর বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে। এবং ৭জন আসামীকে অব্যাহতি প্রদান করেন।
মামলায় ১২জন আসামী সাক্ষ্য প্রদান করে। সাক্ষ্য প্রদানে প্রমাণিত হওয়ায় আদালত মামলার সকল আসামীকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন টাঙ্গাইলের স্পেশাল পিঁপিঁ এডভোকেট মুলতান উদ্দিন। আসামী পক্ষে শামীমুল আখতার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।