Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পদ্মা নদীতে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মধ্যে একজনের লাশ আজ সকালে উদ্ধার

পাবনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৭, ১১:৪৮ এএম

পাবনার ঈশ্বরদী ও লালপুরের সীমান্তবর্তী এলাকায় আড়ামবাড়িয়া ঘাটে পদ্মা নদী গোস করতে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে অপূর্ব লাশ আড়ামবাড়িয়া ঘাটের অদূরে পালিদহ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে আজ(সোমবার ) সকাল ৯টার দিকে। লালপুর থানার ওসি আবু ওবায়েদ এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, পদ্মা নদীর প্রবল স্রোতের মধ্যে রাতভর দুই শিক্ষার্থীকে উদ্ধারের কাজ অব্যাহত রাখা হয়। ফায়ার সার্ভিস, পুলিশের সাঁতার অভিজ্ঞ সদস্যরা এবং স্থানীয় লোকজন ও মাঝধরার কাজে নিয়োজিত জেলেরা উদ্ধার কাজ চালিয়ে যান। আজ সোমবার সকাল ৯টার দিকে সাড়া মাড়োয়ারী স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র এবং ঈশ্বরদী পৌর এলাকার পূর্ব টেংরীর মো: আব্দুর রহমানের পুত্র তৌহিদুল ইসলাম অপূর্বও লাশ পদ্মা নদীর লালপুর থানাধীন পালিদহ থেকে উদ্ধার করা হয়। ওসি আশা করছেন, নিখোঁজ অপর ছাত্র এহসানুল হক শাকিনকেও উদ্ধার করা যাবে। তিনি আরো জানান, ডুবরীরা পালিদহ নদী বক্ষে আশপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে যাচ্ছে। এদিকে, দুই শিক্ষার্থীও বাড়িতে চলছে শোকের মাতম। এই ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি গভীর শোক প্রকাশ করেছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ