বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা : অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাসারিতা ও সার কেলেঙ্কারীর ঘটনায় ছাগলনাইয়া উপজেলা কৃষি অফিসার গোলাম রায়হানকে ২ ঘন্টা যাবত তার কার্যালয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে কৃষক ও কৃষি অফিসের কর্মকর্তা, কর্মচারীরা। গতকাল সোমবার বেলা ২ টা থেকে ২ ঘন্টা অবরুদ্ধ থাকার পর উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়। কৃষি অফিসার গোলাম রায়হান অত্র উপজেলায় যোগদানের পর থেকে কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি কখনো লাগাননি। এদিকে মাঠ দিবস, প্রদর্শনী, আউশ পরিচর্যার বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার প্রতিবাদে গতকাল উপজেলা চেয়ারম্যানের কাছে ১৩ জন উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীরা কৃষি অফিসার গোলাম রায়হানকে প্রত্যাহারের জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কৃষক ও কৃষি অফিস সূত্রে জানাগেছে, গত ২০১৬ সালের ১৬ সেপ্টেম্বর গোলাম রায়হান অত্র উপজেলায় যোগদানের পর প্রত্যেকটা প্রদর্শনীর বিপরীতে ১ হাজার টাকা হারে আন্তপরিচর্যার জন্য বরাদ্দকৃত টাকা কৃষকরা পাননি। এবছর আমন বীজ উৎপাদনে প্রতিজন প্রদর্শনীভুক্ত চাষী ৮১ কেজি করে সার দেয়ার কথা থাকলেও তিনি দিচ্ছেন মাত্র ৫৪ কেজি করে। বাকী সার তিনি ডিলারদের কাছে বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। এ নিয়ে ক্ষুব্ধ কৃষকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বার বার প্রতিবাদ করেও কোন প্রতিকার পায়নি। তার অনিয়ম, দুর্নীতির প্রতিবাদ করায় উপ সহকারী কৃষি অফিসার আবুল মনছুর, সুলতানা মারজাহান আক্তার ও পরিচ্ছন্নতা কর্মী আফাজ উদ্দিনের বেতনও বন্ধ করে দিয়েছেন তিনি। কৃষকের জন্য বরাদ্দকৃত সার কৃষি অফিসার আত্মসাৎ করায় গত ১ বছরে ফসল উৎপাদন হ্রাস পায়। এতে করে কৃষকরা ক্ষতিগ্রস্থ হয় এবং সরকারের লক্ষমাত্রা বিঘিœত হয়। উপ সহকারী কৃষি কর্মকর্তা রোবেনা আক্তার পিংকি, সুলতানা মারজাহান আক্তার ও চন্দ্রনা রানী নন্দি জানান, গোলাম রায়হান বিভিন্ন মাঠ পরিদর্শনে যাওয়ার সময় তাদের তার মোটর সাইকেলে উঠতে বাধ্য করেন। তার অপকর্মের প্রতিবাদ করলে অফিসের কর্মকর্তা কর্মচারীদের শোকজ, বেতন বন্ধসহ নানাভাবে হয়রানী করা হয়। গোলাম রায়হান মুন্সিগঞ্জ জেলার টঙ্গী বাড়ী উপজেলা থেকে নানা অভিযোগের কারণে শাস্তিমূলক বলদি হয়ে অত্র উপজেলায় যোগদান করেন। এব্যাপারে জিজ্ঞাসা করা হলে ছাগলনাইয়া উপজেলা কৃষি অফিসার গোলাম রায়হান জানান, কৃষকের সার কম দেয়া হয় বিষয়টি সত্য কারণ এখান থেকে সরকারের ভ্যাট দেয়া হয় এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে দিতে হয়। তবে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে অবরুদ্ধ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।