বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে যাওয়া নিলয় হোসেন নামে এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। প্রথম দফা পিটিয়েও রাগ না কমায় হাসপাতালে গিয়ে দ্বিতীয় দফায় ওই রোগীর ওপর হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।
আহত যুবকের নাম নিলয় হোসেন (২৮)। তিনি নগরীর মথুরডাংগা এলাকার সাবদুল আমিনের ছেলে। তাকে হাসপাতালের পাঁচ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেলেও পুলিশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিশোটা জব্দ করেছে।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ জানান, নগরীর হেতেমখাঁ এলাকার রাকিব হোসেন (৩০) নামে এক ব্যক্তির অধীনে কাজ করতেন নিলয়। কিন্তু রাকিব কয়েকমাস ধরে তার মজুরি পরিশোধ করছিলেন না। এ নিয়ে গত মাসে রাকিবের সঙ্গে নিলয়ের মারামারি হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।