বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অভয়নগর (যশোর) থেকে নজরুল ইসলাম মল্লিক : অভয়নগরের ডুমুরতলা গ্রামের বাসিন্দা শিবপদ বিশ্বাস বয়সে তরুণ পিতার জমাজরি পেশা তিন দিনের টানা বর্ষণে বাড়ি ঘর ও রাস্তাঘাট, পুকুর মাছের ঘের তলিয়েছে। বর্ষণে কৃষি ও মৎস্য খাতে ক্ষতির পরিমান প্রায় ১০০ কোটি টাকা দাড়িয়েছে। অভয়নগর উপজেলা প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন করেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভার তিনটি গ্রাম টানা বর্ষণে পানিবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে যওয়া এলাকার মধ্যে রয়েছে, প্রেমবাগ ইউনিয়নের মাগুরা, জিয়াডাঙ্গা, বনগ্রাম, চেঙ্গুটিয়া ও বালিয়াডাঙ্গা, সুন্দলী ইউনিয়নের রাজাপুর, রামসরা, আড়পাড়া ,হরিসপুর, ফুলেরগাতি ,গোবিন্দপুর, সড়াডাঙ্গ্া, ডহর মশিয়াহাটি, ডাঙ্গা মশিয়াহাটি গ্রাম। পায়রা ইউনিয়নরে দিঘলিয়া,বারান্দি, আড়পাড়া, পায়রা সর্বমোট ৩৬ টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্থ হয়েছে পৌর সভার মধ্যে ২২০টি পরিবার, প্রেমবাগ ইউনিয়নে ৫৬০টি পরিবার,সুন্দলী ইউনিয়নের ৮৫০টি পরিবার, চলিশিয়া ইউনিয়নে ৪৯০টি পরিবার এবং পায়রা ইউনিয়নে ৮৬০টি পরিবার। সর্বমোট দুই হাজার সাত’শ ৫০টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। ওই সব এলাকায় ক্ষতিগ্রস্থ লোক সংখ্যার পরিমান ১২ হাজার দাঁড়িছে। এলাকায় কাচা বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে ১৪০টি। এছাড়া ক্ষতিগ্রস্থ ফসলি জমির মধ্যে রয়েছে আউশ ধান দুই হাজার ছয়’শ হেক্টর,আমন ৯শ হেক্টর,সবজি ৪৫০ হেক্টর, আমন বীজতলা ৪৪০ হেক্টর পানিতে নিমজ্জিত এই তথ্যটি গত রোববার পযর্ন্ত উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে পাওয়া যায়। সাতটি শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে,এগুলো হলো ডহর মশিয়াহাটি নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরতলা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ধোপাদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,বেদভিটা সরকারী প্রাইমারী স্কুল , সুন্দলী এসটি স্কুল এন্ড কলেজ । । ঘের ব্যবসায়ি ধোপাদী গ্রামের তরিকুল জানান, সাত বিঘা জমিতে ঘের রয়েছে। ঘের ডুবে গেছে গত বছরের লোকসান কেটে উঠতে পারেনি এ বছর আবারো ঘের ডুবে যাওয়ায় আমার পথে বসতে হচ্ছে। উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ জানান, উপজেলার প্লাবিত এলাকায় অবস্থিত সাড়ে চার হাজার মাছের ঘের তলিয়ে গেছে ঘের গুলির পরিমান ৩৬’শ হেক্টর। ক্ষতির পরিমান প্রায় ৮০ কোটি টাকা। সরেজমিনে ডুমুরতলা গ্রামে যেয়ে দেখাযায়, ধোপাদী , সরখোলা , বুইকারা ডুমুরতলা , আন্ধা, সড়াডাঙ্গা , ভাটভিলা এলাকায় আমন ধান তলিয়ে গেছে। চাষী রবিউল ইসলাম বলেন, আমি তিন বিঘা আমন ধান রোপন করেছিলাম দুইমাস পরে ধান বাড়িতে তুলতে পারতান কিন্তু ভবদহ পানিবদ্ধাতায় আমার সব ফসল ন্ষ্ঠ হয়েগেছে।
গতবছর ও একই সমস্যা দেখা দেয়। তাই আমি ভবদহ অঞ্চলের সমস্যা সমাধান চাই সরকারের কাছে। উপজেলা কৃষি অফিসার গোলাম সামদামি জানান, এই এলাকার প্রায় এক হাজার ছয়’শ হেক্টর,আমন ৭শ হেক্টর,সবজি ৩৫০ হেক্টর, আমন বীজতলা ৩৪০ হেক্টর পানিতে নিমজ্জিত। ক্ষতির পরিমান ১৫ থেকে ২০ কোটি টাকা দাড়িয়েছে। তাছাড়া প্রতিদিন আমরা ঐ এলাকায় যেয়ে খোজখবর নিচ্ছি। অন্যদিকে দেখাযায়, বাড়ি ঘর ডুবে যাওয়ায় অনেক পরিবার রাস্তার ওপর ঝুপড়িঘর বাধতে শুরু করেছে। তিন দিনের টানা বর্ষনে বন্যাকবলিত হয়েপড়েছে বাড়ি ঘর। বেশিরভাগ বাড়িতে হাটু পানি জমে গেছে ঘরের ভিতর জল ঢুকে বসবাসের অনুপযোগি হয়ে পড়েছে তাই রাস্তার ওপর ঝুপড়ি ঘর তৈরি করতে দেখা গেছে ।
ভবদহ পানি নিস্কাষন সংগ্রাম কমিটির নেতা ডুমুরতলা গ্রামের শীপপদ বিশ্বাস বলেন, আমার এলাকার এই ওয়ার্ডে ৫’শত পরিবার জলে ডুবে মানবেতর জীবনযাপন করছে। কোন উপায় না পেয়ে তারা রাস্তার উপর ছোট ছোট ঘর বানিয়ে বসবাস করছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মনদীপ ঘরাই বলেন, ভবদহ অঞ্চলের যে সম্স্থ খাল বিলে নেট পাটা , ভ্যশাল,দিয়ে জলের ¯্রােত আটকিয়ে রেখেছে সে গুলো আমরা উচ্ছেদ করছি। এবং আমরা জেলা প্রশাসককে অবহিত করেছি। তাছাড়া নদী ও খালের কচুরীপনা উপসারন করা হযেছে যাতে করে দ্রæত পানি নেমে যেতে পারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।