বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার: আইনুদ্দীন আল আজাদ (রাহ.) প্রতিষ্ঠিত জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব, রেজিঃ নং-০৯-৭২৫৩ এর পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের নতুন একটি ভূয়া কমিটি নিয়ে সংস্কৃতি প্রেমীদের মধ্যে প্রপাগান্ডা ও বিভ্রান্ত ছড়ানো হচ্ছে অথচ যে কমিটির কোন ভিত্তি বা সংশ্লিষ্টতা কলরবের সাথে নেই। জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের প্রধান পরিচালক আবু সুফিয়ান ঘোষণা করেন-বিভিন্ন অনৈতিক আচরণ ও সংগঠনের বিশেষ নিয়ম ভঙ্গ বিভিন্নভাবে অর্থ ও অনৈতিক কেলেঙ্কারীর দায়ে এবং জাতীয়ভাবে এ সংগঠনটি চালাতে ব্যর্থ হওয়ায় এ কমিটি বাতিল করা হয়েছে। তিনি বলেন, আগামী ৩ বছরের জন্য ২০১৭ থেকে ২০২০ সেশনের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমোদিত নতুন কমিটির নেতৃবৃন্দ হলেনঃ চেয়ারম্যান মাওঃ সালাউদ্দিন জাহাঙ্গীর, প্রধান পরিচালক আবু সুফিয়ান, নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার শাহ, সংঙ্গীত পরিচালক শাহজাহান সিরাজ, সহকারী পরিচালক এনামুল হক, রেজাউল করিম ও রিয়াজুল ইসলাম, শিশু কিশোর পরিচালক মাসুম বিল্লা ইলিয়াস, আন্তর্জতিক বিষয়ক পরিচালক মোঃ হাসান, অর্থ পরিচালক ইব্রাহিম খলিল, আবৃতি পরিচালক ইয়াসিন আরমান, কেরাত পরিচালক শামসুল আলম, মিডিয়া পরিচালক জালাল আহমাদ, প্রচার ও প্রকাশনা পরিচালক আবু বক্কর ও মাহমুদুর রহমান, দপ্তর পরিচালক ওমর ফারুক ও মাহমুদুল হাসান থিয়েটার পরিচালক সাব্বির আহমেদ ও মোস্তফা কামাল আদিব কেন্দ্রীয় সদস্য ফোরকান উদ্দিন ফারুক ও সাইফ আদনান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।