বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চবি সংবাদদাতা : কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর ‘হত্যা মামলার’ অভিযোগে অভিযুক্ত আসামীরা মৃত্যুর প্রকৃতরহস্য উদঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিশ^বিদ্যালয় ছাত্রলীগের একাংশ। গতকাল দুপুর ১ টার দিকে বিশ^বিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ‘রেসকোর্স’ এর ব্যানারে এ মানববন্ধন করে তারা। মাববন্ধনে বক্তারা দাবি করেন, তথ্যপ্রযুক্তির এই সময়ে কোনো কিছুই গোপন থাকেনা। প্রয়োজনে দিয়াজের মুত্যুর আগে ও পরে একমাস মামলার অভিযুক্তদের মুঠোফোনের কল লিস্ট ট্র্যাকিং করা হোক। যাতে করে অভিযুক্তরা কে কোথায় ছিল তা পরিষ্কার হয়। কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে যেন তাদের হয়রানি করার না হয় তার অনুরোধ ও জানানো হয়। বিশ^বিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির যুগ্মসাধারণ সম্পাদক আবু তোরাব পরশ এর সঞ্চালনায় মানবন্ধনে অন্যান্যদের বক্তব্য রাখেন সহসভাপতি মো: আব্দুল মালেক, সাখায়াত হোসেন রায়হান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরমান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।