Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাংবাদিক নির্যাতনকারী যশোর বিজিবির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১০:১৩ পিএম, ৭ আগস্ট, ২০১৭

যশোর ব্যুরো : রিপোর্ট প্রকাশের কারণে যশোর বিজিব’র কমান্ডিং অফিসার বেনাপোল ক্যাম্পে ডেকে সাংবাদিক আজিজুল হককে নির্যাতন করায় গত ৩দিন কর্মসূচি পালন করছেন সাংবাদিকরা। গতকাল বিজিবির কমান্ডিং অফিসারের প্রত্যাহারের দাবিতে যশোরের সাংবাদিক সমাজের ব্যানারে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা মিজানুর রহমান তোতা, প্রেসক্লাব সেক্রেটারি ও সমকালের স্টাফ রিপোর্টার এস এম তৌহিদুর রহমান, সাংবাদিক নেতা মহিদুল ইসলাম মন্টু, ফখরে আলম, মনোতোষ বসু, জেইউজের সভাপতি সাজেদ রহমান বকুল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সম্পাদক এম আউয়ুব, সত্যপাঠ সম্পাদক হারুণ অর রশীদ, সংগ্রাম কমিটির আহŸায়ক আসাদুজ্জামান আসাদ, বেনাপোল প্রেসক্লাবের সভাপতি মহসিন মিলন। পরে সাংবাদিক নেতৃবৃন্দ এক সভা থেকে ৭২ঘন্টার আল্টিমেটাম দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ