প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক: মাত্র দুই সপ্তাহেই ওলট-পালট হয়ে গেল বিশ্ব সংগীতের র্যাঙ্ক। দেসপাসিতো শিরোনামের অজানা এক দ্বীপের গানটি তছনছ করে দিয়েছে সব রেকর্ড। ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা মিউজিক ভিডিওর রেকর্ডটিও গানটির কব্জায়। গত ১২ জুলাই দক্ষিণ কোরীয় র্যাপার সাইয়ের গ্যাংনাম স্টাইল গানটিকে পেছনে ফেলে এগিয়ে যায় আরেক মিউজিক ভিডিও উইজ খলিফা ও চার্লি পুথের সি ইউ অ্যাগেইন। তখনই তোলপাড় করার আভাস দিচ্ছিল র্যাঙ্কে থাক তিন নম্বরে দেসপাসিতো। লুই ফনসি ফিচারিং ড্যাডির দেসপাসিতোর এখন বর্তমান ভিউ ৩০৩ কোটির ওপরে আর সি ইউ অ্যাগেইন ৩০০ কোটির ঘরে। এদিকে সর্বকালের সেরা গানও এখন দেসপাসিতো। শুধু হিটের বিচারেই নয়, বাণিজ্যিকভাবেও এ গানটি এখন সেরা। ইউনিভার্সাল মিউজিক ১৯ জুলাই জানিয়েছে, পৃথিবীজুড়ে অ্যাপল মিউজিক, ¯পটিফাই, গুগল পেল, আমাজন আনলিমিটেড, ডিজার, ইউটিউবসহ জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোতে এখন পর্যন্ত ৪৬০ কোটি বারেরও বেশি বেজেছে এটি। এই সংখ্যার সামনে নেই আর কোনও গান। বিশ্বের ৩৫টি দেশের মিউজিক টপচার্টগুলোতে এখন শীর্ষে আছে দেসপাসিতো। ইউএস বিলবোর্ড হট হান্ড্রেড চার্টে ১০ সপ্তাহ, ¯েপনে ১৭ সপ্তাহ টপচার্টের শীর্ষে এবং ব্রিটেনে ৯ সপ্তাহ এক নম্বরে আছে এই গান। দেশে দেশে এফএম রেডিওগুলোতেও এটি বাজানো হচ্ছে। এসব তথ্য জানিয়েছেন ইউনিভার্সাল মিউজিক গ্রæপের প্রধান নির্বাহী লুসিয়ান গ্রেইঞ্জ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।