Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওয়াপাড়ায় পুলিশের অভিযানে মাদক বিক্রেতা আটক

| প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

যশোর ব্যুরো ও অভয়নগর উপজেলা সংবাদদাতা : যশোর পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান বিপিএম পিপিএম (বার) ঘোষিত ১শ ১দিনের মাদক ও জঙ্গি বিরোধী লাগাতার অভিযানের অংশ হিসেবে শিল্পশহর নওয়াপাড়া রেলওয়ের বস্তি এলাকার চিহ্নিত মাদকপট্রিতে গতকাল রাতে ঘেরাও করে পুলিশ। পুলিশ চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আস্তানা কর্ডন করে সারাশী অভিযান পরিচালনা করে। অভিযানে ৫ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী ১০০০ পিচ ইয়াবা, ০৭ বোতল ফেন্সিডিল, ৫০০ গ্রাম গাাঁজাসহ আটক হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্দে একাধিক মামলা রয়েছে। অভিযানে পুলিশ লাইন্স ও ডিবি মিলে ২০০ পুলিশ সদস্য অংশ নেয়। অভিযানে সার্বিক নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গোলাম রব্বানী শেখ পিপিএম, ও মনিরামপুর সার্কেল এএসপি জামাল আল নাসের এবং ডিবি পুলিশ পরিদর্শক মোঃ রফিকুল হক, সৌমেন দাসসহ অন্যান্য অফিসার। অভিযানকালে মাদক স¤্রাট কামরুলের বাড়ি থেকে ৪ টি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়। ওই ক্যামেরা আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সনাক্ত করে পালানোর জন্য ব্যবহৃত হয় বলে পুলিশ জানতে পেরেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ