Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোমরা বন্দরে ৮৮১ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ

| প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

সাতক্ষীরা থেকে আবদুল ওয়াজেদ কচি : সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে ২০১৭-২০১৮ অর্থবছরে ৮৮১ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত রোববার সকালে চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়টি ভোমরা শুল্ক স্টেশনকে জানায় এনবিআর। ভোমরা শুল্ক স্টেশন সূত্র জানায়, এনবিআর ২০১৭-২০১৮ অর্থবছরে ভোমরা বন্দরের মাধ্যমে ৮৮১ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ২০১৭ সালের জুলাই মাসে ৪৬ কোটি ৭৮ লাখ টাকা, আগস্ট মাসে ৩৮ কোটি টাকা, সেপ্টেম্বর মাসে ৩৯ কোটি ৭৯ লাখ টাকা, অক্টোবার মাসে ৮৪ কোটি ৫৪ লাখ টাকা, নভেম্বর মাসে ৯৮ কোটি ৯৬ লাখ টাকা, ডিসেম্বর মাসে ১১০ কোটি ১ লাখ টাকা, ২০১৮ সালের জানুয়ারি মাসে ১১৫ কোটি ৭৩ লাখ টাকা, ফেব্রæয়ারি মাসে ৯৫ কোটি ১২ লাখ টাকা, মার্চ মাসে ৭৪ কোটি ৯৩ লাখ টাকা, এপ্রিল মাসে ৬২ কোটি ৪৮ লাখ টাকা, মে মাসে ৫৬ কোটি ৬৩ লাখ টাকা ও জুন মাসে ৫৮ কোটি ৮৩ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। ভোমরা শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বিকাশ বড়–য়া জানান, ভোমরা বন্দর দেশের অত্যন্ত সম্ভাবনাময়ী একটি বন্দর। এনবিআর রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে তা যথা সময়ে অর্জন করা সম্ভব হবে বলে আশা করি। প্রসঙ্গত, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ২০১৬-২০১৭ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৭৩০ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার টাকা। যেখানে গত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৪৩ কোটি ৬৪ লক্ষ ৪২ হাজার ২৯৮ টাকা বেশি রাজস্ব আয় হয়েছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ