রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাউফল (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর বাউফল উপজেলায় মাদক বিরোধী এক বণাঢ্য সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদের চিফ হুইপ স্থানয়ি সাংসদ আ স ম ফিরোজের নেতৃত্বে ওই র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি উপজেলা পরিষদের সামনে মুক্তিযোদ্ধা মঞ্চ থেকে শুরু হয়ে বিলবিলাস বাজার পর্যন্ত গিয়ে আবার উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। র্যালীতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের সহা¯্রাধিক শিক্ষার্থী ও গ্রাম পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। এর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের স্বাধীনতা মঞ্চে উপজেলা পরিষদে ইউনিয়ন পরিষদ থেকে প্রাপ্ত শতকরা ১ ভাগ টাকা দিয়ে ১৫০ জন গ্রাম পুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চিফ হুইপ আ স ম ফিরোজ উপস্থিত থেকে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আবদুলাøহ আল মাহামুদ জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, বাউফল থানার ওসি আযম খান ফারুকী, বাউফল সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি অতুল পাল প্রমূখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।